sunaid

ঝুঁকিপূর্ণ শ্রমে সাড়ে ১০ লাখ শিশু

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে দেশের সাড়ে ১০ লাখ শিশু । এর মধ্যে ৮২ শতাংশ ছেলে এবং ১৮ শতাংশ মেয়ে। শিশু শ্রম মুক্ত দেশ গড়ার প্রকল্পের আওতায় গত সাড়ে তিন বছরে ২ লাখ শিশুকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছে সরকার । নতুন করে আরও ১ লাখ শিশুকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব শিশুর মধ্যে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন । এসবের বাইরেও একটি বড় অংশ কাজ করে গৃহকর্মী হিসেবে । এদের সবাই শিক্ষার সুযোগ ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত
শিক্ষা ও দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ট্যানারি ,জাহাজ সিরামিকসহ মোট ৮ টি খাত থেকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
শিশু শ্রম নিরসনে সারা দেশে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বিশেষত দারিদ্র মোচনে সাফল্য অর্জিত হলে শিশুশ্রম বন্ধে প্রত্যাশিত সাফল্য পাওয়া যাবে। তার আগে শিশুদের যাতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সংগ্রহীতঃ বাংলাদেশ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *