ছয় খাবারে ডায়রিয়ার জীবানু
চটপটি আখের রসসহ রাজধানীর রাস্তার পাশে বিক্রি হওয়া ছয় ধরনের খাবারে মিলছে মাত্রাতিরিক্ত এশেরিকিয়া কোলাই ( ই- কোলাই),সালমোনেলা এসপিপি ও ভিব্রিও এসপিপি ব্যাকটেরিয়া । এসব খাবার খেয়ে ডায়রিয়াসহ নানা রোগে ভুগছে মানুষ।চটপটি,ছোলামুরি,স্যান্ডউইচ,আঁখের রস,অ্যালোভেরা শরবত ও মিক্সড সালাদের ওপর এই গবেষণা চালায় গবেষক দলটি । গবেষণার ফলাফলে দেখা যায়, সালমোনেলা ব্যাকটেরিয়ার কারনে বহু মানুষ অসুস্থ হচ্ছেন …