sunaid

বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

বগুড়ায় মাঠের পর মাঠ সোনালি ধানের শিষ বাতাসে দোল খাচ্ছে। মৌ মৌ গন্ধে কৃষকের চোখেমুখে ছড়াচ্ছে হাসির ঝিলিক। ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে । বৃষ্টি না থাকায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন বগুরার কৃষকরা । সারা দেশে ধান-চালসহ বিভিন্ন খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে বগুরার খ্যাতি রয়েছে ।
বিপুল পরিমাণে শাকসবজির উৎপাদন শুরু হলেও কৃষি অর্থনীতির চাকা সচলে মুখ্য ভুমিকায় থাকে বোরো ধান । মানূষের জীবন-জীবিকার সংগ্রাম চলবে মাসব্যাপি । জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা যায়,বোরো জমির ধান পেকে সোনালি রঙে শোভা ছড়িয়ে দুলছে । পাকা ধান কাটায় ব্যাস্ত কৃষক-শ্রমিক ।
এবার মৌসুমের শুরু থেকেই বৈরি আবহাওয়ার ধকল, তারপর দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দাম গুনতে হয়েছে কৃষককে । তিনি সাড়ে ৪ বিঘা জমিতে মিনিকেট জাতের ধান আবাদ করেছেন । এবার চাষাবাদে বিঘাপ্রতি আড়াই থেকে ৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে ।
প্রতিকুল আবহাওয়া, সহায়ক ধানের জাত নির্বাচন আর কৃষকদের আধুনিক কলাকৌশল প্রদান করায় এবার লক্ষমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে । জেলার কিছু কিছু স্থানে বোরো ধান কাটা মাড়াই করা শুরু হয়েছে । আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবেন । এবার সার ও সেচের কোনো ঘাটতি না থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
সংগ্রহীতঃ বাংলাদেশ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *