sunaid

ফের থাবা বসাচ্ছে ডেঙ্গু

মৌসুমের শুরুতে ফের থাবা বসাতে শুরু করেছে এডিস মশা । রাজধানীসহ সারা দেশে আক্রান্ত হচ্ছে মানুষ । এর মধ্যে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি। যে কোন সংস্থার পক্ষে একা এটা সমাধান করা কঠিন । এজন্য সবার সচেতনতা প্রয়োজন ।
জুনের শেষ সপ্তাহ থেকে থেমে থেমে চলছে বৃষ্টি । এতে পানি জমে মশার উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে । তাই রাজধানীসহ সারা বাংলাদেশের মানুষের উচিৎ এডিস মশার বংশবিস্তার কিভাবে কমানো যায় সেই বিষয়ে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন ।
সংগ্রহীতঃ বাংলাদেশ প্রতিদিন
#সানএইড#এনজিও#ডেঙ্গু #Sunaid #ngo #sunaidbd

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *