sunaid

প্লাস্টিক বর্জ্য নদনদীর সর্বনাশ থামাতে হবে

দেশের নদনদী,খাল-বিলগুলো প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে। অপচনশীল এ বর্জ্যে ভরাট হচ্ছে প্রকিৃতিক জলাশয়। স্যুয়ারেজ লাইনও অচল হয়ে পড়ছে প্লাস্টিক বর্জ্যের ভারে । নদনদী, খাল-বিল তো দুরের কথা সাগর-মহাসাগরেও প্লাস্টিক পলিথিন ফেলা নিরুৎসাহিত করা হয় বহু দেশে । অথচ বাংলাদেশে নদনদী, খাল-বিল ভরাট এবং অপদখলে ব্যবহৃত হয় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ।
নদীর পাড়ের মাটি খুঁড়লেও মেলে ১৫-২০ বছরের পুরনো পলিথিন । এ বর্জ্যে মাটির উর্বরতা কমছে । দূষিত হচ্ছে পানি । ফলে সৃস্টি করছে ক্যান্সারসহ নানা প্রানঘাতী রোগ। পরিবেশ সংরক্ষন আইন অনুযায়ী পলিথিনে তৈরি সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি ও মজুত নিষিদ্ধ হলেও তা বন্ধ হয়নি এগুলো ধেখভাল করার দায়িত্ব যাদের তাদের গাফিলতির কারনে ।
পরিবেশ মন্ত্রণালয়ের হিসাবে দেশে বছরে ৮লাখ ২১ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবতে হবে।
সংগ্রহীতঃ বাংলাদেশ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *