sunaid

দাবদাহ ও জলবায়ুর বির্পযয়ে দেশ

দাবদাহ ও জলবায়ুর বির্পযয়ে দেশ
জলবায়ু পরিবর্তনে ওলটপালট হয়েছে পৃথিবীর আবহাওয়ার চরিত্র। মরুভূমির বুকে অসময়ে হচ্ছে শীলাবৃষ্টি বন্যা। নাতিশীতোষ্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে ওষ্ঠাগত মানুষের প্রান । স্বাভাবিক ঝড়বাদল বা কালবৈশাখির দেখা তেমন মেলিনি । অন্যদিকে গরম তীব্র থেকে অতিতীব্র আকার ধারন করেছে ।
গবেষণা বলছে, দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলোতে তাপমাত্রার চরিত্র বেশি বদলাচ্ছে । কখনো অতিবৃষ্টিতে বন্যার সৃষ্টি হচ্ছে। আবার কখনো খরায় মাটি ফেটে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বন্যা, ঝড়, জলোচ্ছাস বাড়ছে । জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ ।
সংগ্রহীতঃ বাংলাদেশ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *